ঢাকা টেস্ট জিততে পাকিস্তানকে ইউসুফের টোটকা

ঢাকা টেস্ট জিততে পাকিস্তানকে কৌশল বাতলে দিয়েছেন মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশের ব্যাটসম্যানদের পেস আক্রমণ দিয়ে কাবু করার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 08:37 AM
Updated : 5 May 2015, 09:47 AM

ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী বুধবার। 
 
এই ম্যাচের আগে গত সোমবার পাকিস্তানে সাংবাদিকদের সঙ্গে দেশটির বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন ইউসুফ। সেখানেই পাকিস্তানকে ঢাকা টেস্ট জয়ের মন্ত্র দেন দেশটির সাবেক এই ব্যাটসম্যান।
 
“উইকেট ধীর হলেও স্বাগতিক ব্যাটসম্যানদের সমস্যায় ফেলার মতো অস্ত্র পাকিস্তানের পেস বোলিংয়ে আছে।”
 
ঢাকা টেস্টে পাকিস্তানের তিনজন স্পিনার না খেলিয়ে ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান আর ইমরান খানের পেস ত্রয়ীকে খেলানো উচিৎ বলে মনে করেন তিনি। 
 
“তিনজন স্পিনার খেলানো নেতিবাচক মানসিকতা। কারণ, আমাদের ভয়ঙ্কর এক পেস আক্রমণ আছে।”
 
পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস তার সময়ের অন্যতম সেরা একজন ফাস্ট বোলার ছিলেন। এই বিষয়টি মনে করিয়ে দিয়ে ইউসুফ বলেন, “ঢাকা টেস্ট জিততে ভিন্ন কিছু করার শিক্ষা সে-ই (ওয়াকার) তার ফাস্ট বোলারদের দিতে পারে।”
 
দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করে খুলনায় প্রথম টেস্টটি ড্র করে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়। আর সফরের একমাত্র টি-টোয়েন্টিও হারে তারা।