অ্যাসেজের আগে অবসরে ইংল্যান্ডের ট্রট

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসেজ সিরিজের আগে বড় এক ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেশটির অভিজ্ঞ ব্যাটসম্যান জোনাথন ট্রট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 07:47 AM
Updated : 5 May 2015, 07:47 AM

ট্রটের বিদায়ে আগামী জুলাই মাসে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে অনেকটাই অভিজ্ঞতাশূন্য হয়ে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের টপঅর্ডার । 
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে ট্রট জানান, টেস্ট ক্রিকেটের চাহিদার সঙ্গে তাল রেখে এগিয়ে যেতে পারছেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া তিন টেস্টের সিরিজে ৬ ইনিংসে মাত্র ৭২ রান করেন ট্রট। 
 
ট্রটের বিদায়ে ইংল্যান্ডের টেস্ট দলে অভিজ্ঞ ক্রিকেটার বলতে এখন শুধু আছেন অধিনায়ক অ্যালেস্টার কুক, ইয়ান বেল, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
 
সদ্যই ৩৪ পার করা ট্রট ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট খেলেন। ৪৪.০৮ গড়ে ৩ হাজার ৮৩৫ রান করেন তিনি। ৯টি শতকের পাশে ১৯টি অর্ধশতক আছে তার।