পাকিস্তান সিরিজ শেষ রুবেলের

চোটের কারণে পাকিস্তান সিরিজে আর খেলা হচ্ছে না রুবেল হোসেনের। তার জায়গায় দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দলে এসেছেন আরেক পেসার আবুল হাসান। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2015, 12:46 PM
Updated : 4 May 2015, 12:46 PM

সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিও বায়জিদুল ইসলাম জানান, সাইড স্ট্রেইনে সিরিজ শেষ হয়ে গেছে রুবেলের। ‘সাইড স্ট্রেইন’ থেকে সেরে উঠতে এই পেসারের তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। শিগগির এই পেসারের পুনর্বাসনের কাজ শুরু হবে।  
 
খুলনায় পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়া প্রথম টেস্টের চতুর্থ দিন অস্বস্তি বোধ করেন রুবেল। সোমবার ঢাকায় স্ক্যান করানোর পর তার চোট সম্পর্কে নিশ্চিত হন দলের ফিজিও।
 
খুলনা টেস্টে ৮২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রুবেল। 
 
রুবেলের চোটে দলে এসেছেন অভিষেকেই টেস্টে শতক করা হাসান। ২০১২ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নিজের প্রথম টেস্টে ১০ নম্বরে নেমে শতক করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন এই তরুণ। 
 
চোটের কারণে এরপর বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি পেসার হাসানের। তিন টেস্টের সর্বশেষটি খেলেন ২০১৩ সালের মার্চে। 
 
টেস্টে ৮২.৫০ গড়ে ১৬৫ রান করেন হাসান। ১২৩.৬৬ গড়ে তিনটি উইকেট নেন এই ডানহাতি পেসার। 
 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবে বাংলাদেশ।