ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্র উইন্ডিজের

ড্যারেন ব্র্যাভো আর জারমেইন ব্ল্যাকউডের শত রানের জুটিতে ভর করে বার্বাডোজ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সমতায় সিরিজ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2015, 03:42 AM
Updated : 4 May 2015, 03:42 AM

রোববার তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানো স্বাগতিকদের জয়টি ৫ উইকেটের।
 
তৃতীয় দিন ইংল্যান্ড ১২৩ রানে অলআউট হয়ে যাওয়ায় জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য ছিল দিনেশ রামদিনের দলের। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরাও। তবে পঞ্চম উইকেটে ব্র্যাভো (৮২) আর ব্ল্যাকউডের (অপরাজিত ৪৭) ১০৮ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় তারা।
 
ইংল্যান্ডের জন্য হতাশাতেই শেষ হলো সিরিজটি। প্রথম টেস্ট ড্রয়ের পর গ্রেনাডা টেস্ট জিতে ভালো একটা শেষের অপেক্ষায় ছিল অ্যালেস্টার কুকের দল।
 
প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংই তাদের ডুবিয়েছে। দ্বিতীয় ইনিংসে মাত্র তিন জন খেলোয়াড় দুই অঙ্কের রানে পৌঁছেছেন। সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত ছিলেন জস বাটলার।
 
জ্যাসন হোল্ডার, জেরোম টেইলর ও ভিরাসামি পেরুমল নেন ৩টি করে উইকেট।
 
পেস আর স্পিন সহায়ক পিচে ১৯২ রান করাটাও সহজ ছিল না স্বাগতিকদের জন্য। দলের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা শিবনারাইন চন্দরপল যখন শূন্য রানে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে ফেরেন, তখন তাদের সংগ্রহ ৪ উইকেটে ৮০ রান।
 
তবে এর পর ব্যাভো আর ম্যাচসেরা ব্ল্যাকউডের প্রতিরোধে তিন দিনেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
 
১-১ -এ ড্র সিরিজের সেরা ক্রিকেটর নির্বাচিত হয়েছেন ১৮ গড়ে ১৭ উইকেট পাওয়া ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।