বিবাদে জড়িয়ে সাকিব, ওয়াহাবের শাস্তি

খুলনা টেস্টের শেষ দিনে বিবাদে জড়িয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান আর পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। ড্র টেস্টের ওই ঘটনায় দুই জনকেই জরিমানা করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 03:09 PM
Updated : 3 May 2015, 03:09 PM

আইসিসি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আর পাকিস্তানের পেসার ওয়াহাবকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
 
ঘটনাটি ঘটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১১৮তম ওভারে। সাকিব আর রিয়াজ খেলা বন্ধ রেখে তর্কে জড়িয়ে পড়েন। দুই জনই একে অপরের দিকে আঙুল তুলে কথা বলেন।
 
আইসিসি জানায়, তারা দুজনই ‘লেভেল ১’ –এর অপরাধ করেছেন। দুজনই দোষ স্বীকার করেছেন আর ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।
 
ক্রো জানান, এই দুইজন সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটারের এ ধরনের আচরণ করা আর আঙুল তাক করা মানায় না। ক্রিকেটারদের মনে রাখতে হবে, তাদের কোটি কোটি মানুষ দেখে ও অনুসরণ করে। তাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে ও শ্রদ্ধা জানাতে হবে।