‘পাকিস্তানের চোখ খুলে দিয়েছে বাংলাদেশ’

খুলনা টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স দেখে মুগ্ধ রমিজ রাজা। দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল-ইমরুল কায়েসেদের ব্যাটিং পাকিস্তানে চোখ খুলে দিয়েছে বলে মনে করেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 02:31 PM
Updated : 3 May 2015, 04:32 PM

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্টের শেষ দুই দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করে ম্যাচ বাঁচায় বাংলাদেশ।
 
রোববার জিও নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রশংসা করেন রমিজ। 
 
“দেখুন, বাংলাদেশ তাদের ক্রিকেটের উন্নতি ঘটিয়েছে এবং তাদের মানসিকতাও ভিন্ন।”
 
“দ্বিতীয় ইনিংসে তারা (বাংলাদেশ) যেভাবে ব্যাট করেছে, এটা দেখে আমাদের চোখ খুলে যাওয়া উচিত”, যোগ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
 
২৯৬ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ টেস্ট বাঁচাতে পারে মূলত তামিম ইকবাল ও ইমরুল কায়েসের অসাধারণ দুই ইনিংসের কল্যাণে। ২৭৮ বলে ২০৬ রান করেন তামিম। 

ইনিংসটি খেলার পথে ক্যারিয়ার সর্বোচ্চ ১৫০ রান করা ইমরুল কায়েসকে নিয়ে জুটির বিশ্ব রেকর্ডও গড়েন তামিম। উদ্বোধনী জুটিতে ৩১২ রান করেন তারা। 

খুলনা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩২ রানের জবাবে ৬২৮ রান করেছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ৫৫৫ রান করার পর আর ব্যাট করার সুযোগ পায়নি সফরকারী দল।