বাংলাদেশকে হারাতে না পেরে হতাশ রমিজ

খুলনায় সিরিজের প্রথম টেস্টে সুযোগ পেয়েও বাংলাদেশকে পাকিস্তান হারাতে না পারায় হতাশ দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 02:24 PM
Updated : 3 May 2015, 02:24 PM

শেখ আবু নাসের স্টেডিয়ামে শনিবার ঘুরে দাঁড়িয়ে প্রথম টেস্ট ড্র করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এবারই প্রথম হার এড়াল তারা। 
 
বাংলাদেশকে অনেক চাপে ফেলেও ম্যাচ জিততে না পারায় বর্তমানে ক্রিকেট ধারাভাষ্যকার রমিজ পাকিস্তান দলের কড়া সমালোচনা করেন। 
 
“এটা হতাশার যে, টেস্টের প্রথম ইনিংসে প্রায় ৩০০ রানের লিড নেওয়ার পর আমাদের দল বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ৫৫০ রানের বেশি করতে দিয়েছে।”
 
প্রথম ইনিংসে বাংলাদেশকে ৩৩২ রানে অলআউট করে চতুর্থ দিন প্রথম সেশন শেষ হওয়ার খানিক আগে অলআউট হওয়ার আগে ৬২৮ রান করে পাকিস্তান। প্রথম ইনিংসে ২৯৬ রানের বড় লিড পায় সফরকারীরা। 
 
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রায় পাঁচ সেশন ব্যাট করে ৬ উইকেটে ৫৫৫ রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগই পায়নি পাকিস্তান। 
 
রোববার জিও নিউজের কাছে পাকিস্তান দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন রমিজ। 
 
“আমি ঠিক জানি না, আমাদের ক্রিকেট কোথায় যাচ্ছে। এগিয়ে থাকা একটি টেস্ট ম্যাচে আমরা যদি বাংলাদেশকে হারাতে না পারি; এই রীতি যদি চলতে থাকে তাহলে কে আমাদের খেলা দেখতে চাইবে অথবা আমাদের দলকে খেলতে ডাকবে!”