মধ্যাঞ্চলকে ম্যাচে রাখলেন সানি, রকিবুল

প্রথম ইনিংসে ভালো না করার পরও তৃতীয় দিন শেষে পূর্বাঞ্চলের বিপক্ষে লড়াইয়ে আছে মধ্যাঞ্চল। বাংলাদেশের ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে তাদের লড়াইয়ে রেখেছে মূলত ইলিয়াস সানির অসাধারণ বোলিং আর দ্বিতীয় ইনিংস রকিবুল হাসানের অর্ধশতক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2015, 11:46 AM
Updated : 2 May 2015, 11:46 AM

প্রথম ইনিংসে ১৭৯ রানে অলআউট হওয়া মধ্যাঞ্চল তৃতীয় দিন শেষে পূর্বাঞ্চলের চেয়ে ৯০ রানে এগিয়ে আছে।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৫ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে মধ্যাঞ্চল। ৩৮ রান নিয়ে উইকেটে আছেন মেহরাব হোসেন জুনিয়র। তার সঙ্গী জাবিদ হোসেনের রান ১৬।

এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস রকিবুলের। নাবিল সামাদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ১৮৯ বলে ৬৫ রান করেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ৩০৪ রান করে অলআউট হয় পূর্বাঞ্চল। আগের দিনের ৫ উইকেটে ২৬০ রান নিয়ে ব্যাট করতে নামা পূর্বাঞ্চল বাকি ৫ উইকেট হারিয়ে ৪৪ রানই তুলতে পারে। অলক কাপালি দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন।

পূর্বাঞ্চলের ইনিংস এত দ্রুত গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার সানি। ১২৪ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি।