দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড

খুলনা টেস্টের শেষ দিনে ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2015, 10:28 AM
Updated : 2 May 2015, 06:26 PM

শনিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ৪১৪ রান তোলার পরই রেকর্ড হয়ে যায়। এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৪১৩। এই রান তারা করেছিল ২০০৮ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে।

পঞ্চম ও শেষ দিনের তৃতীয় সেশনে দুই দল খুলনা টেস্ট ড্র মেনে নেওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৫৫৫ রান করে বাংলাদেশ। সব মিলিয়ে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ টেস্ট ইনিংস।

মোহাম্মদ আশরাফুলের শতকে (১০১ রান) এই রান তুলেও সেবার ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ম্যাচটি ১০৭ রানে হেরেছিল আশরাফুলের দল।

খুলনায় অবশ্য কঠিন অবস্থা থেকে ম্যাচ বাঁচিয়েছে বাংলাদেশ। ২৯৬ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তামিম ২০৬ রান করেন, আর ইমরুল ১৫০ রান করে আউট হন।

টেস্টে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন দুই ব্যাটসম্যান।

এ ছাড়া সাকিব আল হাসান ৭৬ রান করে অপরাজিত ছিলেন। আর মাহমুদউল্লাহ করেন ৪০ রান।