কুকের শতকের পরও ওয়েস্ট ইন্ডিজের দিন

ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুকের শতকের পরও বার্বাডোজ টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2015, 05:54 AM
Updated : 2 May 2015, 05:54 AM

বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে প্রথম দিনে ইংল্যান্ডের সাতটি উইকেট তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। আর পুরো দিন ব্যাট করে ইংল্যান্ড তুলতে পেরেছে ২৪০ রান।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। স্কোর বোর্ডে কোনো রান জমা পড়ার আগেই ফিরে যান জোনাথন ট্রট। দলকে ৩৮ রানে রেখে আউট হয়ে ফেরেন গ্যারি ব্যালান্স ও ইয়ান বেলও।

দলকে অবশ্য বড় বিপদে পড়তে দেননি কুক। দিনের শেষ বলে আউট হওয়ার আগে ২৬৬ বলে ১০৫ রান করেন তিনি। ২০১৩ সালের মে মাসের পর পাওয়া শতকটি ১২টি চারে সাজান কুক।

এই রান করার পথে কুক দুটি পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন। চতুর্থ উইকেটে জো রুট নিয়ে তোলেন ৫৩ রান। গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত ১৮২ রান করে ম্যাচ সেরা হওয়া রুট এদিন আউট হন ৩৩ রানে। 

পঞ্চম উইকেটে মইন আলির সঙ্গে কুকের জুটিটি ৯৮ রানের। ৫৮ রান করে রানআউট হয়ে ফেরেন মইন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল ও জ্যাসন হোল্ডার। ভিরাসামি পেরমল ও মারলন স্যামুয়েলস নেন একটি করে উইকেট।

অ্যান্টিগায় প্রথম টেস্ট ড্র হওয়ার পর গ্রেনাডায় ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।