স্যামসন ব্যাটিং ঝড় তুললেও হারল রাজস্থান

জয়ের আশা জাগিয়েও জিততে পারেনি রাজস্থান রয়েলস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৮ রানে হেরেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2015, 06:29 PM
Updated : 1 May 2015, 06:31 PM

সানজু স্যামসন ৪৭ বলে ৭ চার ও ৩ ছক্কার ঝড়ে ৭৬ রান করে রাজস্থানের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু তার বিদায়ের পর ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান করতে পারে রাজস্থান।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার টসে হেরেও আগে ব্যাটিংয়ের সুযোগ পায় মুম্বাই। মোট ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের  রান তোলায় নির্ধারিত ২০ ওভারে ১৮৭/৫ স্কোর গড়ে তারা।

মু্ম্বাইয়ের আম্বতি রাইডু সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২৭ বলে খেলা ঝড়ো ইনিংসটি রাইডু সাজান ৪টি চার ও ৩টি ছক্কায়।

জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যে নেমে ১৫ ওভারে ১২৭ রান তুলতে তিন উইকেট হারায় রাজস্থান। তবে রাজস্থানের জয়ের আশা ঠিকই বাঁচিয়ে রেখেছিলেন স্যামসন। কিন্তু তার বিদায়ের পর পথ হারায় আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

আইপিএলের চলতি আসরে এটি মুম্বাইয়ের তৃতীয় জয় আর দারুণ ছন্দে থাকা রাজস্থানের তৃতীয় হার।