দুর্ভাগা তামিম?

পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের প্রথম ইনিংসে ২৫ রানে আউট হওয়া তামিম ইকবাল নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। তামিমকে আউট করা ইয়াসির শাহর বলটি 'নো' ডাকতেও পারতেন তৃতীয় আম্পায়ার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 01:40 PM
Updated : 28 April 2015, 02:53 PM

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মঙ্গলবার টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে আউট হন তামিম। ২৭তম ওভারের শেষ বলে লেগস্পিনার ইয়াসিরের বলে শর্ট লেগে আজহার আলির কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বল করার সময় ইয়াসিরের পা দাগে পড়ায় মাঠের আম্পায়ার 'নো' বল পরীক্ষা করার জন্য তৃতীয় আম্পায়ার পল রেইফেলকে বলেছিলেন।

তৃতীয় আম্পায়ার বারবার ইয়াসিরের পা ঠিকমতো পড়েছে কিনা দেখেন। টিভি রিপ্লেতে দেখা যায়, তার পা ঠিক দাগের প্রান্ত পর্যন্ত পড়েছে। পায়ের কিছু অংশ বৈধ সীমায় আছে কিনা বোঝা যাচ্ছে না।

এমনিতে দাগ পর্যন্ত পা পড়লেও তা 'নো বল' ডাকা হয়। তবে এ ক্ষেত্রে বিষয়টি পরিষ্কার না হলেও 'বেনিফিট অব ডাউট' তামিমের পক্ষে যায়নি। রেইফেল 'নো বল' না ডাকারই সিদ্ধান্ত নেন। সাজঘরে ফিরতে হয় তামিমকে।

তামিমের পর আউট হয়ে ফেরেন ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও মুমিনুল হক। ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ।