মুলতান টেস্ট মনে রেখেছেন মুশফিক

প্রায় এক যুগ পার হলেও পাকিস্তানের বিপক্ষে সেই মুলতান টেস্টের বেদনার স্মৃতি ভোলেনি বাংলাদেশ। সেই না পাওয়ার কষ্টকে এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শক্তিতে রূপ দিতে চান মুশফিকরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 10:59 AM
Updated : 27 April 2015, 12:17 PM

খুলনার আবু নাসের স্টেডিয়ামে আগামী মঙ্গলবার দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে সাংবাদিকদের কাছে মুলতানের সেই আক্ষেপের কথা জানান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
 
“যতটুকু মনে আছে, তখন বিকেএসপিতে পড়তাম। খেলাটা দেখেছি এবং খুবই কষ্ট পেয়েছিলাম। আক্ষেপটাতো অবশ্যই আছে। আক্ষেপটা শুধু এটাই নয়; পাকিস্তানের সঙ্গে জয়ও নেই আমাদের।”

পাকিস্তানের সে সময়কার উইকেটরক্ষক রশিদ লতিফের কারচুপি আর আম্পায়ার অশোকা ডি সিলভার বিতর্কিত সিদ্ধান্তে জয়ের কাছাকাছি পৌঁছেও হারের কষ্ট নিয়ে ফেরে বাংলাদেশ।
 
২০০৩ সালের মুলতান টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ইয়াসির আলির বল অলক কাপালীর (২২ রান) ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক লতিফের সামনে পড়েছিল। তিনি সেটা মাটি থেকে তুলেও আউটের আবেদন করেছিলেন। সেই আবেদন সাড়া দিয়েছিলেন অশোকা।
 
মুলতানে পাকিস্তানের কাছে এক উইকেটে হেরে যাওয়া বাংলাদেশ অবশ্য মাঝের সময়টায় অনেক বদলেছে। এ মুহূর্তে তো ছন্দের তুঙ্গে আছেন মুশফিক-সাকিবরা। পাকিস্তানকে ওয়ানডে সিরিজে ‘হোয়াইটওয়াশ’ করার পর একমাত্র টি-টোয়েন্টিতেও হারিয়েছে তারা। মুশফিক তাই দারুণ প্রত্যয়ী।
 
“সত্যি বলতে শেষ দুই বছর ধরে নিজেদের মাঠে এবং বাইরে খুব ভাল ক্রিকেট খেলছি। আরও একটি আত্মবিশ্বাসের জায়গা আছে। এর আগে পাকিস্তানের বিপক্ষে যতগুলো টেস্ট খেলেছি, এতোটা ভাল মানসিক অবস্থা নিয়ে মাঠে নামেনি বাংলাদেশ।”

পাকিস্তানের বিপক্ষে খেলা আট টেস্টের সবগুলোতেই হারে বাংলাদেশ। ইউনুস-মিসবাহদের বিপক্ষে টেস্টে প্রথম জয়ের স্বপ্ন দেখা মুশফিক অবশ্য পাঁচ দিন নিজেদের সেরাটা খেলা আগে নিশ্চিত করার পক্ষে।
 
“আমরা পাঁচ দিন ভাল ক্রিকেট খেলতে পারব, সেই আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে আছে। যদি এটা পারি, তাহলে তা ভালো ফলের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”