গেইল ঝড়ে বিধ্বস্ত দিল্লি

আইপিএলে দুর্দান্ত এক জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বোলারদের নৈপুণ্যে দিল্লি ডেয়ারডেভিলসকে অল্প রানে আটকে ফেলে ক্রিস গেইলের মারমুখী ব্যাটিংয়ে ১০ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 05:42 PM
Updated : 26 April 2015, 05:42 PM

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৯৫ রান করে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাবে গেইলের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৭ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর।
 

৬২ রান করে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের গেইল। ৪০ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। আরেক অপরাজিত ব্যাটসম্যান কোহলি ২৩ বলে ৬টি চারের সাহায্যে ৩৫ রান করেন।
এর আগে প্রথম ওভারেই উইকেট হারানো দিল্লির কেউই বড় কোনো ইনিংস গড়তে পারেনি। নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে দিল্লির মাত্র তিন জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেন। 
সর্বোচ্চ ৩৩ রান করেন ছয় নম্বরে নামা কেদার যাদব। 
অস্ট্রেলিয়ার মিচেল স্ট্যার্ক ২০ রানে ৩ উইকেট নিয়ে ব্যাঙ্গালোরের সফলতম বোলার।
প্রতিযোগিতার অষ্টম আসরে ব্যাঙ্গালোরের এটা তৃতীয় জয়। আর দিল্লির এটা চতুর্থ হার।