‘সবচেয়ে খারাপ অবস্থায় পাকিস্তান দল’

ওয়ানডে সিরিজের পর একমাত্র টি-টোয়েন্টিতেও বাংলাদেশের কাছে হেরে যাওয়া পাকিস্তান দলের সমালোচনা চলছেই। দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজার মনে হচ্ছে, এ মুহূর্তে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় আছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 07:15 PM
Updated : 25 April 2015, 07:15 PM

তিন ওয়ানডের সিরিজ বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হারে পাকিস্তান। এরপর টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে শহিদ আফ্রিদির দল। মাশরাফি-সাকিবদের কাছে উত্তরসূরিদের ভরাডুবিকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে রমিজ বলেন, “আমাদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে খারাপ অবস্থা।”

কোচ ওয়াকার ইউনিসকে সরাসরি আক্রমণ না করলেও পাকিস্তান দলের বর্তমান কোচিং স্টাফদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রমিজ। পাকিস্তান সেই ’৮০ এবং ’৯০ দশকের কৌশলে খেলছে বলে মনে করেন তিনি।

“আমি আশা করেছিলাম, এই পরিস্থিতির উন্নতি হবে কিন্তু নতুন কোচিং স্টাফরা নতুন কোনো নির্দেশনা দেননি।”

লম্বা বিরতির পর আজহার আলিকে ফিরিয়ে ওয়ানডে অধিনায়ক করে পাকিস্তান। মাত্র ৪ ওয়ানডে খেলা ৩৬ বছর বয়সী জুলফিকার বাবরও আছে দলে। রমিজ অভিযোগ করেন, অনেক আগেই যারা ‘চুপসে’ গেছে, তাদেরকেই বেছে নিয়েছে পাকিস্তান।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে আলো ছড়ানো ওয়াহাব রিয়াজের প্রশংসা করলেও বাকি তরুণরা খুশি করতে পারেননি রমিজকে।

“আশা করেছিলাম, কয়েকজন তরুণ খেলোয়াড় এগিয়ে আসবে, কিন্তু তারা যথেষ্ট ভালো ছিল না।”

পাকিস্তানের বর্তমান দলে ক্রিকেটারদের মানসিক ‘সমস্যা’ থাকার কথা আগেই বলেছিলেন ওয়াকার। কোচের সুরে সুর মিলিয়েছেন রমিজও। পাকিস্তানের এই সাবেক ক্রিকেটারের বিশ্বাস, এ মুহূর্তে আগ্রাসী ক্রিকেট খেলার দাওয়াই দরকার পাকিস্তানের।