ধোনি-ম্যাককালাম ঝড়ে শীর্ষে চেন্নাই

কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের শীর্ষে উঠেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি ও ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯৭ রানে জিতেছে চেন্নাই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 06:32 PM
Updated : 25 April 2015, 06:34 PM

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯২ রান করে স্বাগতিকরা। জবাবে ৯ উইকেটে ৯৫ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব।

ডোয়াইন স্মিথ (১৩ বলে ২৬) ও ম্যাককালামের উদ্বোধনী জুটিতে ২৮ বলে ৫০ রানে উড়ন্ত সূচনা পায় চেন্নাই।

দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নার (২৯) সঙ্গে জুটি বেধে ৬৬ রান করে বড় ইনিংসের ভিত গড়েন ম্যাককালাম। নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান ফিরে গেলে বড় ইনিংস গড়ার বাকি কাজটুকু সারেন ধোনি।

৪৪ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান করেন ম্যাককালাম। আর অধিনায়ক ধোনি ২৭ বলে ৪১ রান করতে ২টি করে চার ও ছক্কা মারেন।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই পথ হারায় পাঞ্জাব। প্রথম ওভারের পঞ্চম বলে বিরেন্দর শেবাগে আউট দিয়ে শুরু, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি দলটি।

পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন বিজয়।

২২ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাদেজা।

৬ ম্যাচ খেলে চেন্নাইয়ের এটা পঞ্চম জয়। সমান ম্যাচে পাঞ্জাবের এটা চতুর্থ হার।