মালিঙ্গার তোপে মুম্বাইয়ের জয়

আইপিএলের অষ্টম আসরে দ্বিতীয় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। লাসিথ মালিঙ্গার বিধ্বংসী বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 03:19 PM
Updated : 25 April 2015, 03:19 PM

মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৭ রান করে স্বাগতিকরা। জবাবে ৮ উইকেটে ১৩৭ রানেই আটকে যায় হায়দরাবাদের ইনিংস।

লক্ষ্যটা খুব বড় ছিল না, ৩ উইকেটে ১০০ পার করে জয়ের ভালো সম্ভাবনাও জাগায় হায়দরাবাদ। কিন্তু অষ্টাদশ ওভারের প্রথম চার বলে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মালিঙ্গা।

শ্রীলঙ্কার এই পেসার ২৩ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে মূল ভূমিকা রাখেন।

হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শিখর ধাওয়ান। ২৯ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

এর আগে লেন্ডল সিমন্স ও পার্থিব প্যাটেলের (১৭) ৩৪ বলে ৪২ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু করে মুম্বাই।

এরপর দ্রুত দুই উইকেট হারালেও রোহিত শর্মার (১৫ বলে ২৪) সঙ্গে ৩৩ বলে ৫১ রানের জুটিতে বড় ইনিংসের সম্ভাবনা জাগান উদ্বোধনী ব্যাটসম্যান সিমন্স। কিন্তু শেষ দিকে আর কেউ নিজের ইনিংসটাকে বড় করতে না পারায় তা হয়নি।

৪২ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫১ রান করেন সিমন্স। এছাড়া ২৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৩ রান করেন কাইরন পোলার্ড।

হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমার ২৬ রানে ৩ উইকেট নেন।