বছরের শেষ দিকে বাংলাদেশে আসতে পারে জিম্বাবুয়ে

বছরের শেষ দিকে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসতে পারে বলে জানিয়েছেন অ্যালিস্টার ক্যাম্পবেল। আপাতত বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) এই ব্যবস্থাপনা পরিচালক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 02:08 PM
Updated : 25 April 2015, 02:08 PM

সম্ভাব্য সময় বলতে গিয়ে ক্যাম্পবেল নভেম্বর-ডিসেম্বর মাসের কথা জানান। গত বছরও একই সময়ে বাংলাদেশ সফর করেছিল জিম্বাবুয়ে। তবে কোনো ফরম্যাটেই একটি ম্যাচও জিততে পারেনি তারা।

এ বছরও বাংলাদেশ সফরে এলে সব ধরনের ক্রিকেটই খেলার আশার কথা জানান ক্যাম্পবেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এর আগে বছরের শেষ দিকে একটি চার জাতি ওয়ানডে সিরিজ আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছিল। সম্ভাব্য সেই টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের অংশ নেওয়ার কথা বলেছিল বিসিবি।

বিশ্বকাপ চলার সময়েই এই চার জাতি টুর্নামেন্ট নিয়ে দেশগুলোর ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হওয়ার কথাও তখন উল্লেখ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।