ব্র্যাথওয়েইটের ব্যাটে উইন্ডিজের জবাব

প্রথম ইনিংসে ইংল্যান্ডের বড় সংগ্রহের জবাব ভালোই দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এ ক্ষেত্রে বড় ভূমিকা অসাধারণ এক শতক করা উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েইটের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 08:11 AM
Updated : 25 April 2015, 08:11 AM

গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২০২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ২৩০ বলে ১১টি চারে ১০১ রান করে উইকেটে আছেন ব্র্যাথওয়েইট। তার সঙ্গী প্রথম ইনিংসে শতক করা স্যামুয়েলসের রান ২২। 
 
প্রথম ইনিংসে ২৯৯ রান করা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। ১৬৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৩ রান তুলতেই ডেভন স্মিথের উইকেট হারায় স্বাগতিকরা।
 
ড্যারেন ব্র্যাভোর সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়ে দলকে বিপদে পড়তে দেননি ব্র্যাথওয়েইট। ব্র্যাভো আউট হওয়ার পর ক্যারিয়ারের চতুর্থ শতক করা ব্যাথওয়েইট তৃতীয় উইকেট জুটিতে স্যামুয়েলসের সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি। 
 
এর আগে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪৬৪ রান করে ইংল্যান্ড। 
 
আগের দিনের ৬ উইকেটে ৩৭৩ রান নিয়ে খেলতে নেমে বাকি ৪ উইকেট হারিয়ে ৯১ রান তোলে সফরকারীরা। 
 
১১৮ রান নিয়ে ব্যাট করতে নামা জো রুট ১৮২ রান করে অপরাজিত ছিলেন। ২২৯ বলের ইনিংসটিতে ১৭টি চার ও চারটি ছয় মারেন তিনি।
 
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। ৫১ ওভার বল করে ১৭৭ রান দেন তিনি। 
 
অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি ব্রিজটাউনে শুরু হবে আগামী ১ মে।