স্ট্যার্ক-কোহলির নৈপুণ্যে ব্যাঙ্গালোরের সহজ জয়

টানা তিনটি হারের পর জয় পেয়েছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বোলারদের দাপটে রাজস্থান রয়ালসকে অল্প রানে বেধে ফেলার পর ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 06:31 PM
Updated : 24 April 2015, 06:31 PM

প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জেতার পর টানা দ্বিতীয় ম্যাচ হারলো রাজস্থান। আর ৫ ম্যাচ খেলে ব্যাঙ্গালোরের এটা দ্বিতীয় জয়।  

আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১৩০ রান করে রাজস্থান। জবাবে কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের নৈপুণ্যে ২৩ বল হাতে লক্ষ্যে পৌছে যায় ব্যাঙ্গালোর।

ছোট লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩৬ রানে ক্রিস গেইলকে (২০) হারালেও তা ভাবনার কারণ হয়নি ব্যাঙ্গালোরের। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ৯৮ রানের জুটিতে সহজেই জয় নিশ্চিত করে দলটি।

অধিনায়ক কোহলি সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন। ৪৬ বলের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। আর দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স করেন অপরাজিত ৪৭ রান।

এর আগে আজিঙ্কা রাহানে ও শেন ওয়াটসনের ৩৬ রানের উদ্বোধনী জুটিতে ইনিংসের শুরুটা ভালোই করেছিল রাজস্থান। কিন্তু এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রানের গতি আর ধরে রাখতে পারেনি রাজস্থান। শেষ দিকে ৯ রানে ৪ উইকেট হারায় তারা।

রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

২২ রানে ৩ উইকেট নিয়ে ব্যাঙ্গালোরের সফলতম বোলার মিচেল স্ট্যার্ক।