শ্রেয়াস-ডুমিনিতে দিল্লির অনায়াস জয়

শ্রেয়াস আয়ার ও জেপি ডুমিনির দারুণ ব্যাটিংয়ে জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৭ রানে জিতেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2015, 06:10 PM
Updated : 23 April 2015, 06:10 PM

বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। 
 
প্রথম ওভারে উইকেট হারানো দিল্লি বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় শ্রেয়াস ও ডুমিনির দৃঢ়তায়। দ্বিতীয় উইকেটে ১৬ ওভার ১ বলে ১৫৪ রানের জুটি গড়েন এই দুই জন।
 
সর্বোচ্চ ৮৩ রান করে লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হয়ে যান শ্রেয়াস। তার ৫৬ বলের ইনিংসটি ৭টি চার ও ৫টি ছক্কা সমৃদ্ধ। 
 
এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস ও যুবরাজ সিং দ্রুত ফিরে গেলেও দিল্লিকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যান ডুমিনি। ৭৮ রানে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। তার ৫০ বলের কার্যকর ইনিংসটি সাজানো ৬টি ছক্কা ও ৩টি চারে। 
 
জবাবে ৯ উইকেটে ১৫৩ রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস।
 
মুম্বাইয়ের সর্বোচ্চ ৩০ রান করে আসে রোহিত শর্মা ও অম্বাতি রাইডুর ব্যাট থেকে। এছাড়া পার্থিব প্যাটেল ২৮ রান করেন। 
 
অতিথি দলের প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে পৌঁছান, কিন্তু কেউই নিজের ইনিংস বড় করতে পারেননি। বড় কোনো জুটিও গড়তে পারেনি মুম্বাই। তাই ষষ্ঠ ম্যাচে পঞ্চম হার এড়াতে পারেনি তারা।
 
ষষ্ঠ ম্যাচে দিল্লির তৃতীয় জয়ে ভালো অবদান আছে ইমরান তাহিরের। ২২ রান দিয়ে তিন উইকেট নিয়ে এই লেগস্পিনারই স্বাগতিক দলের সেরা বোলার।