পাকিস্তানকে আবার হারাতে আত্মবিশ্বাসী মাশরাফি

পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। তবে তাদের বিপক্ষে কোনোবারই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি তারা। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, ওয়ানডে সিরিজের মতো খেলতে পারলে এবার টি-টোয়েন্টিতেও জেতা সম্ভব।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2015, 03:02 PM
Updated : 23 April 2015, 05:04 PM

শুক্রবার সিরিজের একমাত্র ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, খেলোয়াড়দের পারফরম্যান্স তাকে জয়ের আশা দেখাচ্ছে।   
 
“তিনটা ওয়ানডে যেভাবে খেলেছি,(তাতে) আমি ইতিবাচকভাবে ভাবছি। বোলাররা যেভাবে বোলিং করছে, ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করছে; সেভাবে খেলতে পারলে অবশ্যই আমরা জেতার আশা করতে পারি।” 
 
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টানা সাত ম্যাচ হারলেও এবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মাশরাফি। তার বিশ্বাস, ভালো সূচনা হলে বাংলাদেশের জেতার ভালো সম্ভাবনা থাকবে।
 
“টি-টোয়েন্টিতে প্রথম থেকেই শট খেলতে হবে। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা শট খেলবে, বোলারদের তা আটকাতে হবে। টি-টোয়েন্টিতে ভালো করার জন্য আমাদের আত্মবিশ্বাস দরকার। আশা করি, আমরা শুরুটা ভালো করব।”
 
ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এর আগে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পাঁচ ম্যাচে হারে তারা, যার একটি ছিল হংকংয়ের বিপক্ষে। 
 
“গত দুই বছর ধরে টি-টোয়েন্টিতে আমাদের ফলাফল ভালো না। সাকিব ছাড়া কেউ বেশি টি-টোয়েন্টি খেলতে পারিনি। তারপরও আমরা আত্মবিশ্বাসী। সবাই এখন ভালো খেলছে।”
 
এর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি দাবি করেন, ওয়ানডের চেয়ে তাদের টি-টোয়েন্টি দল ভালো। এই অলরাউন্ডারের দাবির সঙ্গে একমত বাংলাদেশের অধিনায়ক। তবে সিরিজের একমাত্র ম্যাচে নিজেদের পিছিয়েও রাখছেন না তিনি।
 
“টি-টোয়েন্টিতে ওরা অনেক দিন ধরে খেলছে। আফ্রিদি দেড়শর বেশি ম্যাচ খেলেছে। ওরা অনেক অভিজ্ঞ। আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। বড় দলগুলোর সাথে তেমন কোনো ম্যাচ জিততে পারিনি। তারপরও আমার বিশ্বাস, আমরা সমান অবস্থানে আছি।”