কম ম্যাচ খেলার হতাশা মাশরাফির

টি-টোয়েন্টি ম্যাচ খুব একটা খেলতে না পারায় হতাশার কথা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এই সংস্করণের ক্রিকেটে উন্নতির জন্য আরও বেশি ম্যাচ খেলার সুযোগ চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2015, 01:52 PM
Updated : 23 April 2015, 06:21 PM

গত এক বছরে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সেই ম্যাচ আবার বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে কম ম্যাচ খেলার হতাশার কথা জানান দেশসেরা পেসার মাশরাফি।

“টি-টোয়েন্টি আমাদের সেভাবে খেলার সুযোগ হয় না। আমরা ঘরোয়া ক্রিকেটেও ওয়ানডে বা চার দিনের ম্যাচই বেশি খেলি। সুতরাং কম অনুশীলনের ব্যাপার তো অবশ্যই আছে। একই সাথে টি-টোয়েন্টির জন্য আমরা প্রস্তুতি নিতেও পারি না। ওয়ানডে বা টেস্টের জন্যই প্রস্তুতি নিতে হয়।”

টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। এ পর্যন্ত ৪১ ম্যাচ খেলে মাত্র ১১ ম্যাচে জয় পেয়েছে তারা। মাশরাফির বিশ্বাস, বেশি ম্যাচ খেলার সুযোগ থাকলে উজ্জ্বল হবে বাংলাদেশের রেকর্ড।

মাশরাফি মনে করেন, বেশি ম্যাচ খেলার সুযোগ হলে আগামী বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো দলে পরিণত হবে বাংলাদেশ।

“আমাদের সে ক্ষমতা অবশ্যই আছে। প্রতিটি দলে দুয়েকজন খেলোয়াড় থাকে, যারা টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। আমাদের ওই রকম কেউ নেই। আমাদের তৈরি হতে হবে।”

তরুণ ক্রিকেটারদের টি-টোয়েন্টিতে অভ্যস্থ করার জন্য একটি টুর্নামেন্ট থাকা প্রয়োজন বলে মনে করেন মাশরাফি।

“অনেক ম্যাচ খেলে আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেও আমাদের এমন প্রস্ততি নিতে হবে। তরুণদের যতো বেশি ম্যাচ খেলানো হবে, ততো ভালো কিছুর সম্ভাবনা তৈরি হবে।”

“আমার মনে হয়, এই মুহূর্তে আমরা ওয়ানডেতে ভালো খেলছি। এটা ধরে রেখে টি-টোয়েন্টিকেও গুরুত্ব দিতে হবে। অনেক খেলোয়াড় টি-টোয়েন্টি খেলার সুযোগই পায়নি। আমার মনে হয়, তাদেরকে সুযোগ দিতে পারলে ভালো হবে,” যোগ করেন মাশরাফি।

টি-টোয়েন্টিতে ভালো দলে পরিণত হতে সাত বা আট নম্বরে মাশরাফি চান একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান, যিনি শেষ দিকে ব্যবধান গড়ে দিতে পারেন। আর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আরো দুই-তিন জন খুব ভালো বোলার চান অধিনায়ক।