ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল তামিম

বাংলাদেশ-পাকিস্তান তিন ওয়ানডে সিরিজ ব্যাট হাতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন তামিম ইকবাল। দুটি শতক ও একটি অর্ধশতকের ইনিংস উপহfর দিয়ে এই সিরিজের সর্বোচ্চ রান তুলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2015, 07:26 PM
Updated : 23 April 2015, 03:14 PM

পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানেডেতে ১৩২, ১১৬ ও ৬৪ রানের ইনিংস উপহার দেন তামিম (৩১২)। এই তালিকায় তার পরেই আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম; তিন ওয়ানডেতে ১টি করে শতক ও অর্ধশতক করা এই উইকেটরক্ষক মোট ২২০ রান করেন।

সেরা পাঁচে ঠাঁই পেয়েছেন বাংলাদেশের সৌম্য সরকারও। তৃতীয় ম্যাচে ব্যক্তিগত প্রথম ওয়ানডে শতক তুলে নেওয়া এই বাঁহাতি ব্যাটসম্যানের মোট রান ১৬৪।

সেরা ৫ ব্যাটসম্যান:

ব্যাটসম্যান

ইনিংস

রান

সর্বোচ্চ

গড়

স্ট্রাইকরেট

১০০

৫০

তামিম ইকবাল, বাংলাদেশ

৩১২

১৩২

১৫৬.০০

৯৫.৪১

মুশফিকুর রহিম, বাংলাদেশ

২২০

১০৬

১১০.০০

১১৫.৭৮

আজহার আলি, পাকিস্তান

২০৯

১০১

৬৯.৬৬

৮৫.৩০

সৌম্য সরকার, বাংলাদেশ

১৬৪

১২৭*

৮২.০০

১০৪.৪৫

হারিস সোহেল, পাকিস্তান

১৪৭

৫২

৪৯.০০

৮০.৩২