তামিম, সৌম্যর প্রশংসায় অধিনায়ক

সফল উদ্বোধনী জুটির খোঁজে ছিল বাংলাদেশ; আপাতত তার সমাধান মিলেছে। পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকারের প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2015, 06:51 PM
Updated : 22 April 2015, 07:48 PM

বুধবার তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। এই ম্যাচে শতক করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সৌম্য। তার সঙ্গে ১৬৪ রানের উদ্বোধনী জুটি উপহার দেয়া তামিম খেলেন ৬৪ রানের দারুণ একটি ইনিংস।

ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বলেন, দুর্দান্ত ছন্দে আছে তামিম। আশা করি, সে এটা ধরে রাখবে। সামনে আরও বড় বড় ইনিংস খেলবে।”

দুটি শতকসহ তিন ম্যাচের সিরিজে ৩১২ রান করেন তামিম।

তৃতীয় ম্যাচে অপরাজিত ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলা সৌম্যর উচ্ছ্বসিত প্রশংসা করেন মাশরাফি।

“আজকে ও বুদ্ধি করে ব্যাটিং করেছে। তবে ও ওর স্বাভাবিক খেলাটাই খেলেছে। শটসগুলো স্বাভাবিক ছিল।”

জিম্বাবুয়ে সিরিজে অভিষেকের পর বিশ্বকাপে নজর কাড়েন সৌম্য। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও তার শুরুটা ছিল আশা জাগানিয়া।

“ক্যারিয়ারের শুরুতে ও বেশ ভালো করছে। ২০-২৫ রান করলেও প্রায় প্রতিটি ম্যাচে দলকে ভালো সূচনা এনে দিয়েছে। এভাবে খেলতে পারলে ও কঠোর পরিশ্রম করলে আশা করি, ও অনেক দূর যাবে। আমি মনে করি, এটা ওর শুরু মাত্র।”