বাংলাদেশকে হারাতে তিন বিভাগেই সেরাটা চান আফ্রিদি

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-বাংলাদেশের বিপক্ষে সাফল্য পেতে এই তিন বিভাগে সতীর্থদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন শহিদ আফ্রিদি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 03:12 PM
Updated : 21 April 2015, 03:43 PM

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়ার আগে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আরও জানান, সাফল্য পাওয়ার জন্য জুটি গড়ে লড়াই করাটাও গুরুত্বপূর্ণ।
 
৭৭টি টি-টোয়েন্টি খেলা আফ্রিদি জানান, তার দলের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে এবং জুটি গড়ে খেলতে হবে। 
 
আফ্রিদির মতে, জুটি মানেই একশ কিংবা তার বেশি রান নয়। সবাই ঠিকঠাক অবদান রাখলে ৪০ বা ৫০ রানের জুটিও দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন তিনি।
 
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে হওয়া বিশ্বকাপে বল হাতে আলো ছড়াতে পারেননি আফ্রিদি। সে ব্যর্থতা ঘোচাতে বাংলাদেশ সফরের জন্য বোলিং নিয়ে কঠোর পরিশ্রম করার কথা জানান এই স্পিনার।
 
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের টি-টোয়েন্টি দল নিয়ে খুশি আফ্রিদি। 
 
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী শুক্রবার সফরের একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
 
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এরই মধ্যে ২-০ ব্যবধানে হেরেছে আজহার আলির পাকিস্তান। তাই দারুণ ছন্দে থাকা মাশরাফিদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের আগে যেন একটু বেশি সতর্ক আফ্রিদি। l