১৩৮ বলে ৩৫০ রানের বিশ্বরেকর্ড!

যে কোনো ধরণের ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছেন লিয়াম লিভিংস্টোন। ল্যাঙ্কাশায়ারের তরুণ ব্যাটসম্যান ১৩৮ বলে ৩৫০ রানের ইনিংস গড়েন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 12:43 PM
Updated : 20 April 2015, 12:43 PM

রয়াল লন্ডন জাতীয় ক্লাব চ্যাম্পিয়নশিপে ক্যাল্ডির বিপক্ষে ইতিহাস গড়ার পথে ৩৪টি চার ও ২৭টি ছক্কা মারেন লিভিংস্টোন। 
 
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে জানায়, ওয়ানডে ক্রিকেটের যে কোনো ফর্মের ম্যাচেই ২১ বছর বয়সী অলরাউন্ডার লিভিংস্টোনের ইনিংসটা সর্বোচ্চ।
 

আগের রেকর্ডটি ছিল ভারতের নিখিলেশ সুরেনদ্রনের; হায়দরাবাদের একটি ম্যাচে অপরাজিত ৩৩৪ রান করেছিলেন তিনি।
লিভিংস্টোনের রেকর্ড গড়া ম্যাচে তার ক্লাব ন্যান্টউইচ ৫০০ রানের বিশাল জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৭ উইকেটে ৫৭৯ রান করে দলটি। জবাবে ৭৯ রানে অলআউট হয়ে যায় ক্যাল্ডি। স্মরণীয় এই কীর্তি গড়ার পর তিনটি ক্যাচও নেন লিভিংস্টোন।