মাঠের দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ক্রিকেটারের 

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউসের মৃত্যুর পর ক্রিকেট মাঠে ঘটে গেল আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 12:00 PM
Updated : 20 April 2015, 12:10 PM

ম্যাচ চলার সময় সতীর্থের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে বড় ধরণের আঘাত পেয়েছিলেন কলকাতার ক্রিকেটার আঙ্কিত কেশরি। পরে হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 
 
গত ১৭ এপ্রিল পশ্চিম বাংলার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের ম্যাচ চলার সময় একটি ক্যাচ ধরতে গিয়ে বোলারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কেশরির। তার মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে এবং জ্ঞান হারান তিনি। 
 
সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়। রোববার সন্ধ্যায় তার অবস্থার কিছুটা উন্নতিও হয়, কিন্তু সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান ২০ বছর বয়সী এই ক্রিকেটার।
 
ওই ম্যাচের একাদশে ছিলেন না কেশরি, বদলি ফিল্ডার হিসেবে খেলতে নেমেছিলেন তিনি। 
 
গত নভেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন হিউস। মাথায় অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন হিউস, চলে যান না ফেরার দেশে।