ঢাকায় আফ্রিদিরা

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন অধিনায়ক শহিদ আফ্রিদিসহ দলের বাকি সদস্যরা। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 11:18 AM
Updated : 20 April 2015, 11:37 AM

ওয়ানডে দলের নয় সদস্য আছেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলে। সোমবার বেলা সোয়া বারোটার দিকে ঢাকায় পৌঁছান টি-টোয়েন্টি ম্যাচে তাদের সঙ্গে যোগ দিতে আসা আফ্রিদি, আহমেদ শেহজাদ, সোহেল তানভির ও মুক্তার আহমেদ।
 
বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন আফ্রিদি। এই অলরাউন্ডার এখন শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন। 
 
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজের সব ম্যাচে হারের শঙ্কায় আছে অতিথি দলটি।
 
আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।