রোহিতের ঝড়ো ব্যাটিংয়ে অবশেষে মুম্বাইয়ের জয়

আইপিএলের অষ্টম আসরে অবশেষে জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৮ রানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 07:17 PM
Updated : 19 April 2015, 07:18 PM

নিজেদের প্রথম চারটি ম্যাচে হেরেছিল মুম্বাই। আর ৩ ম্যাচে ব্যাঙ্গালোরের এটা দ্বিতীয় হার।

ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম সারির ব্যাটসম্যানদের দাপটে ৭ উইকেটে ২০৯ রান করে মুম্বাই। জবাবে ৭ উইকেটে ১৯১ রান করে ব্যাঙ্গালোর।

উদ্বোধনী দুই ব্যাটসম্যান লেন্ডন সিমন্স ও পার্থিব প্যাটেলের ৪৭ রানের জুটিতে ভালো সূচনা করে মুম্বাই। আর দ্বিতীয় উইকেটে উন্মুক্ত চাঁদ ও সিমন্সের ৪৬ বলে ৭২ রানের জুটিতে বড় ইনিংসের শক্ত ভিত পায় তারা।

সিমন্স ৪৪ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৫৯ রান করেন। আর ৩৭ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করেন চাঁদ।

পরে চার নম্বরে নামা রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে দুইশ' পার হয় মুম্বাইয়ের ইনিংস। ১৫ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪২ রান করেন দলটির অধিনায়ক।

ব্যাঙ্গালোরের পক্ষে ৩৩ রানে ৪ উইকেট নেন পেসার ডেভিড ওয়েইজ।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিস গেইলের ধীর গতির ব্যাটিংয়ে (২৪ বলে ১০ রান) শুরুতেই পথ হারায় ব্যাঙ্গালোর।

আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মারভিন্দার বিসলা ও অধিনায়ক বিরাট কোহলিও বড় লক্ষ্যের সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে পারেননি।

পাঁচ নম্বরে নেমে এবি ডি ভিলিয়ার্স ঝড়ো ব্যাটিং করে জয়ের স্বপ্ন দেখালেও নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি।

১১ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

ফিঁকে হয়ে যাওয়া জয়ের স্বপ্নটা শেষ দিকে ওয়েইজের ব্যাটে হয়তো নতুন করে দেখতে শুরু করেছিল ব্যাঙ্গালোর। কিন্তু সেটাও আলোর মুখ দেখেনি।

২৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করেন ওয়েইজ।

২৭ রানে ৩ উইকেট নিয়ে মুম্বাইয়ের সফলতম বোলার হরভজন সিং।