সাকিবের রেকর্ড ছুঁলেন তামিম

সাকিব আল হাসান আর তামিম ইকবাল-বাংলাদেশের ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্রের মধ্যে দারুণ বন্ধুত্ব। বাংলাদেশের ক্রিকেট রেকর্ড বইয়েও সমানতালে এগোচ্ছেন দুজন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই যেমন তামিম শতকের দিক থেকে ছুঁয়ে ফেলেছেন প্রিয় বন্ধুকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 05:13 PM
Updated : 19 April 2015, 07:44 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। অসাধারণ এক শতক করে দলকে জয়ের বন্দরে নোঙর করিয়ে মাঠ ছাড়েন তামিম।

১১৬ বলে ১১৬ রান করে অপরাজিত থাকা তামিমের ওয়ানডে ক্যারিয়ারে এটি ষষ্ঠ শতক। এর আগে ছয়টি ওয়ানডে শতক নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে ছিলেন শুধু সাকিব।

তামিম ছয়টি শতক করেন ১৪৩ ম্যাচে, সাকিব তার চেয়ে ছয়টি ম্যাচ বেশি খেলেন।

বাংলাদেশের আরও একটি ক্রিকেট রেকর্ডে আগের ম্যাচে সাকিবকে পেছনে ফেলেন তামিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শতক করার পথে সাকিবকে ছাড়িয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তামিম।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের শতকটি তামিম ইকবালকে আরও দুজনের পাশে বসিয়েছে। এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে টানা দুটি শতক করা ব্যাটসম্যান ছিলেন দুজন-শাহরিয়ার নাফীস ও মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তাদের সঙ্গে যোগ হলেন তামিম।