রাসেল ঝড়ে কলকাতার জয়

আন্দ্রে রাসেলের দাপুটে ব্যাটিংয়ে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়েছে আইপিএলের শিরোপাধারীরা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 06:34 PM
Updated : 18 April 2015, 06:34 PM

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৫ রান করে পাঞ্জাব।
 
সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক জর্জ বেইলি। তার ৪৫ বলের ইনিংসটি গড়া ৫টি চার ও ২টি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। 
 
এছাড়া আর কেউ ভালো না করায় লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি পাঞ্জাব।
 

৩৩ রানে তিন উইকেট নিয়ে কলকাতার সেরা বোলার উমেশ যাদব। এছাড়া দুটি করে উইকেট নেন মর্নে মরকেল ও রাসেল।
জবাবে ১৭ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। 
৬০ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া কলকাতার জয়ে সবচেয়ে বড় অবদান রাসেলের। ৩৬ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। তার ম্যাচ জেতানো ইনিংসটি ৯টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। 
রাসেলের সঙ্গে ৯৫ রানের জুটি উপহার দেয়া ইউসুফ পাঠান অপরাজিত থাকেন ২৮ রানে। 
২৫ রানে ৪ উইকেট নেন পাঞ্জাবের বাঁহাতি পেসার সন্দিপ শর্মা।