‘শক্তিতে পিছিয়ে নেই পাকিস্তান’

আজহার আলির নেতৃত্বাধীন পাকিস্তান দলকে সাধারণ মানের বা দুর্বল মানতে নারাজ বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 10:55 AM
Updated : 18 April 2015, 11:09 AM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৯ রানে হারে পাকিস্তান। ১৯৯৯ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের কাছে এটাই তাদের প্রথম হার। এরপরও পাকিস্তানের বোলিং লাইনআপ বিশ্বের অন্যতম সেরা হিসেবেই দেখেন মাশরাফি।

“এই পাকিস্তান দলকে আমার কাছে সাধারণ মানের মনে হয়নি। ওদের এই বোলিং লাইনআপ বিশ্বকাপেও ছিল। আমার মনে হয়, বিশ্বকাপের চেয়েও এই বোলিং লাইনআপ বেশি ভালো।”

অভিজ্ঞ খেলোয়াড়রা না থাকায় পাকিস্তানের ব্যাটিং কিছুটা শক্তি হারিয়েছে বলে মনে করেন মাশরাফি।

“ব্যাটিংয়ে মিসবাহ-উল-হক, আহেমদ শেহজাদ, শহিদ আফ্রিদি নেই। এটা ঠিক, আফ্রিদি অনেকবার আমাদের সাথে খেলাটা ঘুরিয়ে দিয়েছে। আমার মনে হয়, এটা দলের সিনিয়র খেলোয়াড়রা যখন অবসর নেয় দলে তখন একটা পরিবর্তন হয়ই। আফ্রিদি বা মিসবাহ তো এক সময় অবসর নিতোই।”

বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন মিসবাহ-উল-হক ও শহিদ আফ্রিদি। তাদের জায়গায় আসা নতুন খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই বাংলাদেশের অধিনায়কের।

“আমার মনে হয় না ওরা শক্তির দিক থেকে কোনো অংশে কম আছে।”

মাশরাফির বিশ্বাস, নিজেদের গুছিয়ে নিতে আরও কিছু দিন সময় লাগবে নতুন চেহারার পাকিস্তান দলের।