মুশফিককে ‘রান মেশিন’ বললেন মাশরাফি

মুশফিকুর রহিমের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক মনে করছেন, মুশফিক এখন দলের ‘রান মেশিন’।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 10:31 AM
Updated : 18 April 2015, 11:09 AM

বাংলাদেশের অধিনায়ক মনে করেন, শুক্রবার পাকিস্তানের বোলারদের শাসন করা মুশফিক তার পরিশ্রমের ফসল পাচ্ছেন।

“মুশফিক এখন বাংলাদেশের রান মেশিন। গত দুই তিন বছর ও যেভাবে রান করেছে, তা অনন্য, অসাধারণ। বিশ্বের সেরা ব্যাটসম্যানরা এভাবে খেলে। তবে তেমন আলোচিত হয় না, এটা হয়তো ওর জন্য ভালো। আশা করি, ও যেভাবে দলের জন্য খেলে যাচ্ছে, এভাবেই খেলে যাবে।”

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৭৯ রানের জেতা ম্যাচে শতক করেন মুশফিক। ১০৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।

৬৯ বলে শতক করার পথে ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, রাহাত আলিদের বলে এগিয়ে এসে কভার দিয়ে বেশ কয়েকটি চার হাঁকান মুশফিক। তার এ সব শটে মুগ্ধ দেশসেরা পেসার মাশরাফি।

“ও যেভাবে নেটে ব্যাটিং করে.. যখন কারো অনুশীলন না থাকে ও তখনও একা একা নেটে অনুশীলন করে। দশ-বারো জন নেট বোলার এনে সে অনুশীলন করে। আসলে ওর ভালো খেলার তীব্র ইচ্ছাশক্তিই ওকে এখানে নিয়ে এসেছে।”

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক জানিয়েছিলেন, বিশ্বকাপের পর থেকে কঠোর অনুশীলন করে ‘ইনসাইড আউট’ শট খেলায় নিজের দক্ষতা আরও বাড়িয়েছেন। ম্যাচে তেমন শট খেলার বল পাওয়ার পর সেগুলোকে সীমানা ছাড়া করতে কোনো ভুল হয়নি তার।