পঞ্চম বোলারকে পেটানোর লক্ষ্যে সফল বাংলাদেশ

পাকিস্তানের পঞ্চম বোলারকে পেটানোর লক্ষ্য ছিল বলে জানিয়েছেন ম্যাচসেরা মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 06:24 PM
Updated : 18 April 2015, 10:13 AM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৯ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

মুশফিক ক্রিজে আসার সময় অস্বস্তিতে ছিল বাংলাদেশ। ২০ ওভার শেষে ২ উইকেটে সংগ্রহ ছিল ৬৭ রান।

“ওদের পঞ্চম বোলার ছিল খুবই দুর্বল ‘অপশন’। আমাদের পরিকল্পনা ছিল, যখন সে আসবে আমরা যেন বাজে বলগুলো ব্যবহার করতে পারি। পঞ্চম বোলারের ১০ ওভারে যেন আমরা ৭০-৭৫ নিতে পারি।”

নিজের তৃতীয় শতকে পৌঁছানো মুশফিক জানান, পঞ্চম বোলারের বলে যত বেশি সম্ভব রান নেওয়ার পরিকল্পনা নিয়েই তিনি ও তামিম ব্যাট করছিলেন।

“ওই সময়টাতে পঞ্চম বোলাররাই বেশি বল করছিল। উইকেটটা অনেক ভাল ছিল। চেষ্টা করেছি নিজের যে স্কিল আছে তা ব্যবহার করার।”

চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলা পাকিস্তানকে ১০ ওভার করাতে হয় সাদ নাসিম, হারিস সোহেল ও আজহার আলিকে দিয়ে। তাদের ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে নিজেদের ওপর থেকে চাপটা সরিয়ে নেন মুশফিক ও তামিম।

৬৯ বলে শতকে পৌছানো মুশফিক খেলেন ১০৬ রানের চমৎকার ইনিংস। এই ইনিংসকে বিশেষ হিসেবেই মানছেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

“বিয়ের পর ওয়ানডেতে এটা আমার প্রথম শতক, এ জন্য অনেক খুশি। দুই-তিনবার শতকের কাছাকাছি গিয়েছিলাম কিন্তু করতে পারিনি। দেশের মাটিতে শতক করায় আরও বেশি ভাল লাগছে।”