ফিল্ডিংকেই দুষছেন আজহার

বিশ্বকাপের ফিল্ডিং দুর্বলতা বাংলাদেশ সফরে এসেও কাটাতে পারল না পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর নতুন অধিনায়ক আজহার আলিকে তাই বলতে হলো, গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়াই হারের অন্যতম কারণ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 05:50 PM
Updated : 18 April 2015, 10:14 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম ওয়ানডেতে ৭৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের শতকে ভর করে ৬ উইকেটে ৩২৯ রান করে।

তামিম ও মুশফিক দুই জনই একবার করে জীবন পেয়েছিলেন। পরে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ১৩২ ও সাবেক ওয়ানডে অধিনায়ক মুশফিক ১০৬ রান করেন।

আর এই ক্যাচ ছাড়াকেই হারের কারণ হিসেবে উল্লেখ করেন আজহার।

"আমরা ফিল্ডিংয়ে কিছু ভুল করেছি এবং ভুল সময়ে কিছু ক্যাচ ছেড়েছি।"

শুধু ফিল্ডিংয়ের দুর্বলতাই নয়, প্রতিপক্ষের চেয়ে সব বিভাগে পিছিয়ে থেকেই হেরেছে পাকিস্তান। ব্যাটিংয়ে বাংলাদেশ ৩০ থেকে ৪০ রান বেশি করে ফেলেছে বলেও মনে করেন আজহার।

হারের কারণ হিসেবে নিজেদের অনেক ভুল ধরলেও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কৃতিত্ব দেন আজহার।

এই হারে সিরিজে পিছিয়ে পড়লেও ভুল শুধরে আগামী ম্যাচে শক্তভাবে ফিরতে চান তিনি।

আগামী রোববার মিরপুরের এই মাঠেই হবে দ্বিতীয় ওয়ানডে।