ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড

সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 01:03 PM
Updated : 18 April 2015, 10:15 AM

নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৩২৯ রান তোলে সাকিব আল হাসানের দল।

ওয়ানডেতে বাংলাদেশের আগের সর্বোচ্চ স্কোর গড়া ম্যাচেও প্রতিপক্ষ ছিল পাকিস্তান। গত বছর এশিয়া কাপে শের-ই বাংলা স্টেডিয়ামে ৩ উইকেটে ৩২৬ রান তুলেছিল স্বাগতিকরা।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের সর্বোচ্চ রান তোলায় দারুণ ভূমিকা রাখেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনেই শতকের ইনিংস উপহার দেন।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসের উদ্বোধনে নামেন তামিম ও সৌম্য সরকার। ২০ রান তুলে সৌম্য রান আউট হলেও তামিম সাজঘরে ফেরার আগে ১৩৫ বলে ১৩২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এটি তামিমের পঞ্চম ওয়ানডে শতক।

মিডল অর্ডারে নেমে মারকুটে ব্যাটিং করে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে শতক তুলে নেন মুশফিকুর (১০৬)। এই ডানহাতি ব্যাটসম্যানের ৭৭ বলের ইনিংসটি ১৩টি চার ও ২টি দৃষ্টিনন্দন ছক্কায় সাজানো।

তামিম, মুশফিক ছাড়া সাকিব আল হাসান (৩১), সাব্বির রহমান (১৫) শেষ দিকে ঝড়ো গতির ব্যাটিং করে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর গড়ায় ভূমিকা রাখেন।