বোলারদের দাপটে দিল্লির প্রথম জয়

বোলারদের দাপটে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথম জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। জেপি ডুমিনির দলের জয়টি ৫ উইকেটের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 07:21 PM
Updated : 15 April 2015, 07:21 PM

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বুধবার দিল্লির জয়ে ৪৩ রানে তিন উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন ইমরান তাহির। আর ব্যাট হাতে আগরওয়াল (৬৮) ও যুবরাজ সিংয়ের (৫৫) ব্যাটে চড়ে এক বল হাতে রেখে জয় পায় দিল্লি।

জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। ২৩ রান তুলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। তবে প্রতিপক্ষের বোলারদের আটসাঁট বোলিং আটকাতে পারেনি দিল্লিকে। আগরওয়াল ও যুবরাজের পর অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মনোজ তিওয়ারি অপরাজিত থেকে দিল্লিকে প্রথম জয় এনে দেন।

এর আগে দিল্লির বোলারদের দাপটে রানের ফোয়ারা ছোটাতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তুলে থেমে যায় তাদের ইনিংস।

কিংস ইলেভেন পাঞ্জাবের কোনো ব্যাটসম্যান অর্ধশতক পেরুনো ইনিংস খেলতে পারেননি। জেপি ডুমিনির বলে ক্যাচ দেওয়ার আগে সর্বোচ্চ ৪৭ রান করেন বীরেন্দর শেবাগ। শেবাগের ইনিংসটি চারটি চার ও দুটি ছক্কায় সাজানো।

পাঞ্জাবের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তোলেন ঋদ্ধি সাহা; ২৮ বলে তিন ছক্কায় ৩৯ রান করেন তিনি।

দিল্লির ইমরান তাহির সর্বোচ্চ তিন উইকেট নেন। ডুমিনি ‍দুটি এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অমিত মিশ্র একটি করে উইকেট নেন।