সাব্বিরের প্রশংসায় হাফিজ

দারুণ এক শতক করে বিসিবি একাদশকে জয় এনে দেওয়া সাব্বির রহমান পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের প্রশংসা পেয়েছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 03:47 PM
Updated : 15 April 2015, 04:36 PM

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারায় বিসিবি একাদশ। স্বাগতিকদের নাটকীয় জয়ে সবচেয়ে বড় অবদান ১২৩ রানের অসাধারণ এক ইনিংস খেলা সাব্বিরের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাফিজ জানান, দর্শকের দৃষ্টিকোণ থেকে সাব্বিরের ইনিংসটি ছিল অন্যতম সেরা।

“সে মোটেও ভয় পায়নি, পুরো বোলিংকে শাসন করে খেলেছে। যে শটই চেয়েছে, সে খেলেছে। এটা খুব ভালো একটা ইনিংস। আমার মনে হয়, এই ইনিংস ওর আত্মবিশ্বাস বাড়াবে। আন্তর্জাতিক ক্রিকেটে ওকে আরো পরিণত করবে।”

৯৯ বলে খেলা সাব্বিরের ইনিংসটি ৮টি ছক্কা ও ৭টি চার সমৃদ্ধ। মাত্র ৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর উইকেটে আসেন তিনি। এর পর উইকেটে থিতু হয়ে ফিরে যান লিটন দাস ও অধিনায়ক মুমিনুল হক।

৮১ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়া দলকে কক্ষপথে ফেরাতে পাল্টা আক্রমণে যান ডানহাতি ব্যাটসম্যান সাব্বির। তার ব্যাটিংয়ে রীতিমত মুগ্ধ পাকিস্তানের হাফিজ।

“ওকে প্রথম দেখলাম। আমার মনে হয়, একমাত্র সেই বোলারদের শাসন করতে পেরেছে। সে অসাধারণ একটি ইনিংস খেলেছে।”