বিদায় বললেন মিলসও

ড্যানিয়েল ভেটোরির পথে হাঁটলেন কাইল মিলসও। নিউ জিল্যান্ডের এই পেসারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 12:17 PM
Updated : 1 April 2015, 12:17 PM

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে গত রোববার ৭ উইকেটে হেরে যায় নিউ জিল্যান্ড। এরপর মঙ্গলবার দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ভেটোরি। 
 
৩৬ বছর বয়সী মিলস বুধবার নিউ জিল্যান্ড ক্রিকেটের ওয়েবসাইটে এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন। 
 
"১৪ বছর নিজের দেশের পক্ষে ক্রিকেট খেলতে পারাটা সম্মানের এবং আমি এটা খুব 'মিস' করব।" 
অবসর নেওয়ার জন্য এটাকেই সঠিক সময় বলে মনে হয়েছে ২০০১ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া মিলসের। এই সুইং বোলারের টেস্ট অভিষেক হয় ২০০৪ সালে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। 
 
নিউ জিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট খেলেন মিলস। এর সর্বশেষটি তিনি খেলেন ৬ বছর আগে হ্যামিল্টনে ভারতের বিপক্ষে। 
 
ওয়ানডেতে ১৭০টি ম্যাচ খেলে ২৪০ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি মিলস।