আইসিসির কাছে আপত্তি জানিয়েছে বিসিবি

ভারতের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ ‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের শিকার হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 09:41 AM
Updated : 31 March 2015, 10:38 AM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচে আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্তের ব্যাপারে আপত্তির কথা ম্যাচের পরদিনই আইসিসিকে জানিয়েছে বিসিবি।  
 
এর আগে মেলবোর্নে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি কোনো রিভিউর আবেদন করবে না। তবে এর বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।
 
বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হারে বাংলাদেশ। সেই ম্যাচে রুবেল হোসেনের ‘নো’ বল আর মাহমুদুল্লাহর আউট নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। 
 
ভারতের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে রুবেল হোসেনের ‘নো’ বলের ব্যাপারে তৃতীয় আম্পায়ারের সহায়তা না নেয়ায় মাঠের দুই আম্পায়ারের সমালোচনা করেন নাজমুল হাসান।
 
তিনি জানান, রুবেলর উইকেট ‘নো’ বলের কারণে বাতিল হওয়ার আগ পর্যন্ত ম্যাচ বাংলাদেশের অনুকূলে ছিল। কিন্তু আম্পায়ারের ভুলে বাংলাদেশের খেলোয়াড়রা স্তম্ভিত হয়ে পড়েন। এরপর বাংলাদেশ খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 
 
‘নো’ কল্যাণে বেঁচে যাওয়া রোহিত শর্মার শতকে বাংলাদেশকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছায় ভারত। 
 
সেই ম্যাচেই মাহমুদুল্লাহর আউটের ব্যাপারে আম্পায়ারের সমালোচনা করেন বাংলাদেশের সাবেক অধিনায়করাও।