কাউকে বিদায় করবেন না নিউ জিল্যান্ড কোচ

কাউকে দল থেকে বাদ দেবেন না বলে জানিয়েছেন নিউ জিল্যান্ড কোচ মাইক হেসন। যারা খেলা চালিয়ে যেতে আগ্রহী, তাদেরকে দলে পাওয়াটাই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 10:32 AM
Updated : 30 March 2015, 10:32 AM

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার পর নিউ জিল্যান্ড দলের অনেকের বিদায়ের গুঞ্জন উঠেছে। ড্যানিয়েল ভেটোরি, কাইল মিলসরা ক্রিকেটকে বিদায় বলতে চান বলে গণমাধ্যমে আসা খবরের প্রেক্ষিতে নিউ জিল্যান্ড কোচ সোমবার কথা বলেন।
 
“আমি মনে করি, যারা আসলেই খেলতে চায়, তাদের পাওয়াটা গুরুত্বপূর্ণ।” 
 
অল্প সময়ের মধ্যেই ‘খেলতে আগ্রহী’ খেলোয়াড়দের পেয়ে যাবেন বলেও জানান হেসন।
 
নিউ জিল্যান্ড দলে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের উত্তরসূরি হিসেবে কেন উইলিয়ামসনকে তৈরি করা হচ্ছে। তবে হেসন জানান, তিনি চান আরও কিছুদিন ম্যাককালাম দায়িত্বে থাকুন।