সেমির দক্ষিণ আফ্রিকা দল নিয়ে বিতর্ক

নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে হেরে দক্ষিণ আফ্রিকা বিদায় নিলেও গুরুত্বপূর্ণ ম্যাচটির একাদশ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার কয়েকটি গণমাধ্যমের দাবি, ‘কোটা প্রথা’–এর খেলোয়াগ হিসেবে কাইল অ্যাবটের জায়গায় ভারনন ফিল্যান্ডারকে খেলানো হয়। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 04:50 PM
Updated : 30 March 2015, 03:42 AM

সিএসএ সভাপতি ক্রিস নেনজ্যানি গণমাধ্যমের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, একাদশ নির্বাচনের বোর্ডের পক্ষ থেকে কোনো চাপ ছিল না এবং তারা সবসময় মেধার ভিত্তিতে দল গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন।

সেমি-ফাইনালে অ্যাবটের জায়গায় খেলা ফিল্যান্ডার ৫২ রানে উইকেটশূন্য ছিলেন।

এবি ডি ভিলিয়ার্সের দলের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পরই দক্ষিণ আফ্রিকার একাধিক গণমাধ্যমে ‘কোটা’ রক্ষায় কর্মকর্তাদের ‘চাপের’ কারণে অ্যাবোটের জায়গায় ফিল্যান্ডারের খেলানোর অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করা হয়।

বর্ণবৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে ২০০৭ সাল থেকে দক্ষিণ আফ্রিকা দল ‘কোটা’ পদ্ধতি অনুসরণ করছে। অবশ্য আন্তর্জাতিক পর্যায়ে এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।