সাঙ্গাকারাকে পেছনে ফেলে শীর্ষে গাপটিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠতে না পারলেও কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে এই বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 07:19 AM
Updated : 29 March 2015, 07:19 AM

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে ১৫ রান করে গ্রেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হন বিশ্বকাপে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়া গাপটিল।

গত ২১ মার্চ ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ২৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

নয় ম্যাচে ৬৮.৩৭ গড়ে ৫৪৭ রান করেন গাপটিল। বিশ্বকাপের একাদশ আসরে দুটি শতক ও একটি অর্ধশতকও আছে এই ডানহাতি ব্যাটসম্যানের।

রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কুমার সাঙ্গাকারা ৭ ম্যাচে ১০৮.২০ গড়ে ৫৪১ রান করেন। এই রান করার পথে ওয়ানডের ইতিহাসে টানা চার ম্যাচে শতক করার কীর্তি গড়েন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।