পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হতে পারেন আজহার আলি

মিসবাহ-উল হকের উত্তরসূরি হতে পারেন আজহার আলি। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানকে পাকিস্তানের ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হতে পারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 03:47 PM
Updated : 28 March 2015, 03:47 PM

ইএসপিএন ক্রিকইনফো শনিবার জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সভাপতি শাহরিয়ার খান ওয়ানডে অধিনায়ক হিসেবে আজহারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আজহারের ওয়ানডে অধিনায়ক হওয়ার খবর জানানো হয়নি। ইএসপিএন ক্রিকইনফো জানায়, আগামী সোমবার দেশটির ক্রিকেট বোর্ড এ ঘোষণা দিতে পারে।

বিশ্বকাপের একাদশ আসরের কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর মিসবাহ ওয়ানডেকে বিদায় বলে দেন।

২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তান দলে ঠাঁই মেলেনি আজহারের। দেশের হয়ে ২০১৩ সালের জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

২০১০ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখেন আজহার। এর পরের বছর আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টের ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তার।

প্রায় চার বছরের ওয়ানডে ক্যারিয়ারে খেলা ১৪ ওয়ানডেতে ৪১.০৯ গড়ে ৪৫২ রান করেন আজহার। শতক না থাকলেও চারটি ওয়ানডে অর্ধশতক আছে তার।