ফাইনালে অপরিবর্তিত নিউ জিল্যান্ড দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের দলে কোনো পরিবর্তন আনছে না নিউ জিল্যান্ড। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনাল জেতা দলটি নিয়েই ফাইনালের লড়াইয়ে নামতে যাচ্ছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 06:40 AM
Updated : 28 March 2015, 06:40 AM

গত মঙ্গলববার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বিশ্বকাপের সহ-আয়োজক নিউ জিল্যান্ড।

২৯৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা নিউ জিল্যান্ড দলে বরাবরের মতোই ইনিংস উদ্বোধন করেন ম্যাককালাম ও মার্টিন গাপটিল। এরপর ব্যাট করেন কেন উইলিয়ামসন ও রস টেইলর।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭৩ বলে ৮৪ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলকে জেতান গ্র্যান্ট এলিয়ট। তার সঙ্গে ব্যাট করেন কোরি অ্যান্ডারসন, লুক রনকি ও ড্যানিয়েল ভেটোরি।

তিন ফাস্ট বোলার ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের অবশ্য সেদিন ব্যাট করার প্রয়োজন পড়েনি।

সেমি-ফাইনালে সবাই সবার কাজটুকু ঠিকভাবে করতে পেরেছেন বলেই হয়ত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে একই দল নিয়ে নামতে যাচ্ছে নিউ জিল্যান্ড।