নিউ জিল্যান্ডকে ওয়ার্নারের হুমকি

ফাইনালের আগে নিউ জিল্যান্ডকে একপ্রকার হুমকিই দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এমনিতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি, ফাইনালে এই ব্যাটিংটাই আরও নিখুঁত হবে বলে প্রত্যাশা তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 04:31 PM
Updated : 27 March 2015, 05:18 PM

আফগানিস্তানের বিপক্ষে ১৭৮ রান বাদ দিলে এই বিশ্বকাপে বলার মতো আর কোনো ইনিংস খেলতে পারেননি ওয়ার্নার। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২২ রান করেন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে করেন ৩৪। এরপরই আফগানিস্তানের বিপক্ষে ওই ইনিংস। 
 
এই ইনিংসের পর ৯, ২১*, ২৪ ও ১২ রান করেন তিনি। বাকি ম্যাচগুলোতে বড় ইনিংস খেলার অপূর্ণতাটুকু রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনালেই মেটাতে চান অস্ট্রেলিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান। 
 
“আমার মনে হচ্ছে, পুরো গ্রীষ্মের মতোই বল ভালো মারছি আমি।”
 
ফাইনালে স্টিভেন স্মিথও ভালো করবে বলে মনে করেন ওয়ার্নার। ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে ১০৫ রানের অসাধারণ ইনিংস খেলা স্মিথকে নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। 
 
“সে এই মুহূর্তে অসাধারণ ক্রিকেট খেলছে।”