অকল্যান্ডের হার হুঁশ ফেরায় অস্ট্রেলিয়ার!

গ্রুপ পর্বে অকল্যান্ডে নিউ জিল্যান্ডের কাছে হারটিই সময় মতো অস্ট্রেলিয়ার হুঁশ ফিরিয়ে দিয়েছে বলে মনে করেন দেশটির অধিনায়ক মাইকেল ক্লার্ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 11:13 AM
Updated : 27 March 2015, 05:19 PM

গত ২৮ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে এক উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়া। এক পর্যায়ে ২৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া অবশ্য শেষাবধি ১৫১ রান করেছিল। 
 
মিচেল স্ট্যার্কের অসাধারণ বোলিংয়ে হারের আগে নিউ জিল্যান্ডকেও বেশ ভুগিয়েছিল তারা। ৯ ওভার বল করে ২৮ রান দিয়ে ৬ উইকেট নেন স্ট্যার্ক। 
 
এই ম্যাচের পরই অস্ট্রেলিয়ার যেন মনে পড়ে যায় তারা সর্বজয়ী এক দল। গ্রুপ পর্বে ওই ম্যাচের পর আর হারেননি ক্লার্করা। 
 
দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচ থেকে ফাইনালে অবশ্যই প্রেরণা খুঁজবে নিউ জিল্যান্ড। ক্লার্ক মনে করেন, তার দলের বিশ্বকাপ জয়ের প্রেরণাও হেরে যাওয়া ওই ম্যাচ।
 
“আমাদের এই টুর্নামেন্টে হারানো থেকে নিউ জিল্যান্ড প্রেরণা নেবে। কিন্তু আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়া দলের জন্য এটা ছিল টার্নিং পয়েন্ট।”
 
ইডেন পার্কের সেই ম্যাচের পর অস্ট্রেলিয়া আরও অনেক উন্নতি করেছে বলে মনে করেন ক্লার্ক। আর ফাইনালের আগে নিউ জিল্যান্ড দলটিকেও অস্ট্রেলিয়া ভালোভাবে বিশ্লেষণ করছে বলে জানান তিনি।
 
সব মিলিয়ে আগামী রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল জিততে অস্ট্রেলিয়া অধিনায়ক বেশ আত্মবিশ্বাসী।