হেইজেলউডের ফাইনাল খেলা নিয়ে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া

নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলার জন্য জস হেইজেলউড ‘ফিট’ থাকবেন বলে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া দল। ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 07:40 AM
Updated : 27 March 2015, 05:21 PM

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ৯৫ রানের জয়ে ১০ ওভার বল করে ৪১ রান দিয়ে একটি উইকেট পান হেইজেলউড।

নিজের বোলিং কোটা শেষ করলেও শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি অস্ট্রেলিয়ার এই পেসার। বুড়ো আঙুলের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচ শেষে হেইজেলউডের ফাইনালে খেলা নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানান অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক।

“ফাইনালে (পুরো ফিট থাকার) জন্য সে শুধু বিশ্রাম চেয়েছিল।”

২৫ বছর বয়সী এই ফাস্ট বোলার কোয়ার্টার-ফাইনালে অসাধারণ বোলিং করেন। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ৩৫ রানে ৪ উইকেট নেন তিনি।

সবাই সুস্থ থাকলে মেলবোর্নে রোববারের ফাইনালে সেমি-ফাইনালে খেলা একাদশে পরিবর্তন আসবে না বলেই জানান ক্লার্ক।