বড় মাঠে ভয় নেই নিউ জিল্যান্ডের

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বড় বাউন্ডারি নিউ জিল্যান্ডের ভয়ের কারণ হবে বলে মনে করছেন অনেকেই। তবে দেশটির পেসার ম্যাট হেনরি বলেছেন, এতে ভয় পাচ্ছে না তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 10:19 AM
Updated : 26 March 2015, 01:43 PM

আগামী রোববার ২০১৫ বিশ্বকাপের ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। এই ম্যাচে নিউ জিল্যান্ডের প্রতিপক্ষ হবে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচের জয়ী দল।

এরই মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেন বলে রাখেন, এমসিজির বড় বাউন্ডারি ভোগাবে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের। নিউ জিল্যান্ড এই বিশ্বকাপের আটটি ম্যাচই খেলেছে নিজেদের মাঠে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাঠগুলোর তুলনায় নিউ জিল্যান্ডের মাঠের সীমানা অনেক ছোটো।

নিউ জিল্যান্ডের স্কোয়াডের অর্ধেকের মতো খেলোয়াড়ের এমসিজিতে খেলার অভিজ্ঞতা আছে উল্লেখ করে হেনরি বলেন, এটা কোনো বিষয় নয়।

"এটা বিষয় নয় যে, মাঠ কত বড়।…তাই এ নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আমাদের।""

অনেকে আবার মনে করছেন, প্রথমবারের মতো ফাইনালে ওঠা নিউ জিল্যান্ড বড় উপলক্ষের চাপে ভেঙে পড়তে পারে। হেনরি এরও জবাব দেন।

"সবাই এর (ফাইনাল) জন্য উন্মুখ হয়ে আছে এবং এটা শুধু ইতিবাচক সাড়া। আমাদের তর সইছে না।"

নিউ জিল্যান্ডের খেলোয়াড়দের সবচেয়ে বড় প্রেরণা দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলে উল্লেখ করেন হেনরি।

"সে আপনার ওপর আস্থা রাখবে এবং নিশ্চিত করবে আপনি যথেষ্ট ভালো বলেই এখানে আছেন।"